+8801835816389 info.coxonline@gmail.com ৫৭, গ্যাসরোড, দনিয়া, কদমতলী, ঢাকা-১২৩৬
01835816389 info.coxonline@gmail.com ৫৭, গ্যাসরোড, দনিয়া, কদমতলী, ঢাকা-১২৩৬
01835816389 info.coxonline@gmail.com ৫৭, গ্যাসরোড, দনিয়া, কদমতলী, ঢাকা-১২৩৬
  • IT UDYOKTA
    A Project of SOFT HOST LTD

    Bangladesh Government Approved REGISTRATION NO. C-186066/2022...

Blog Detalis

গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়াই লগিন করার সুবিধা এলো


গত ৫ই মে বিশ্ব পাসওয়ার্ড দিবসকে সামনে রেখে গুগল ঘোষণা করেছে নতুন পাসকি নামক লগইন ব্যবস্থার সাপোর্ট। এই ব্যবস্থায় পাসওয়ার্ড ছাড়াই যে কোনো গুগল অ্যাকাউন্টে লগইন করা যাবে আপনার মোবাইল কিংবা অন্য যে কোনো ডিভাইসের অথেনটিকেশন মেথড ব্যবহার করেই। মূলত গুগল আরও দুই বড় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট এবং অ্যাপলের সঙ্গে মিলে ফিডো অ্যালায়েন্স নামের একটি সংগঠন তৈরি করেছে। এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য পাসওয়ার্ডের বিকল্প নিরাপত্তা ব্যবস্থা চালু করা।

পাসওয়ার্ডের বিকল্প ব্যবস্থা পাসকি চালু করতে এই বছরের মধ্যেই সম্মত হয়েছে বড় সকল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তারই ধারাবাহিকতায় সর্বপ্রথম পাসওয়ার্ডবিহীন এই লগইন সেবা চালু করলো গুগল। এখন থেকেই গুগল অ্যাকাউন্টের ‘ম্যানেজ অ্যাকাউন্ট’ অপশন থেকে এই পাসকি চালু করা যাবে খুব সহজেই। পাসকি সফলভাবে চালু করলে প্রতিবার যে কোনো ডিভাইসে লগিনের সময় প্রাথমিকভাবে আপনার স্মার্টফোনে থাকা অথেনটিকেশন মেথড ব্যবহার করে সহজেই লগইন করতে পারবেন।

এজন্য লগিনের সময় আপনার স্মার্টফোনে আলাদা প্রম্পট আসবে। এরপর স্মার্টফোনের যে কোনো অথেনটিকেশন মেথড ব্যবহার করলেই সঙ্গে সঙ্গে গুগল অ্যাকাউন্টে লগইন করে ফেলতে পারবেন। পরবর্তীতে চাইলে আপনি যে কোনো স্মার্টফোন ডিভাইসের অথেনটিকেশন মেথড পাসকি হিসেবে যুক্ত করে বা বাতিল করে দিতে পারবেন অ্যাকাউন্ট সেটিংস হতে।

এই পাসকি সেবা যে কোনো অপারেটিং সিস্টেম ডিভাইসেই কাজ করবে। অর্থাৎ আইফোন দিয়েও আপনি চাইলে গুগল অ্যাকাউন্টে লগইন করতে পারবেন পাসকি ব্যবহার করে। পাসকি ফিচারের মাধ্যমে গুগল আপনার বায়োমেট্রিক কিংবা অন্যান্য অথেনটিকেশন তথ্য আপনার ডিভাইসে সংরক্ষিত রাখবে। তাদের সার্ভারেও এর নিশ্চিতকরণ ব্যবস্থা থাকবে। এটি সম্পূর্ণ এনক্রিপ্টেড এবং নিরাপদভাবে থাকবে। ক্রিপ্টোগ্রাফিক মেথড ব্যবহার করে এই ডাটা সংরক্ষণ করা হবে বলে এটি চুরি করা সম্ভব হবে না। আপনার অথেনটিকেশন ডাটা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে গুগল অ্যাকাউন্টের সঙ্গে সিঙ্ক হতে থাকবে। ফলে লগইন নিয়ে আর বাড়তি কোনো চিন্তা করতে হবে না কখনোই।